সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নদী রক্ষা কমিশনের নদী সমীক্ষা প্রকল্প ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার নদী সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী রক্ষা সমীক্ষা প্রকল্পের টিম লিডার সৈয়দ মো. মতলুবুর রহমান ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মো. মতলুবুর রহমান বলেন, নদী দূষণ ও নদী দখলের কারণে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে, এভাবে চলতে থাকলে মানুষের জীবনযাত্রা, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এজন্য সরকার নদী রক্ষায় সর্বোচ্ছ গুরুত্ব দিচ্ছে। নদী পুনরুদ্ধার ও সংরক্ষণে, দখলদারত্বের অবসান ও দূষণ মুক্ত করতে সমন্বিত ভাবে পদক্ষেপ গ্রহণ করার এখনই উপযুক্ত সময় । সেজন্য সকলের সহযোগিতা দরকার ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির এর সভাপতিত্বে ও ৪৮ নদী রক্ষা সমীক্ষা প্রকল্প জাতীয় নদী রক্ষা কমিশনের প্রোগ্রাম অফিসার এ.আর এম খালেকুজ্জামান এর পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট মো. মনির আহমেদ চৌধুরী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS