সিলেটের গোলাপগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার ও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
'তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব' ও ‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার ও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর শাফি চৌধুরী এলিম।
বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসরেফুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা : জুনায়েদ কবির, সাংবাদিক ফারহান মাসউদ আফছর, আলভিনা বাগানের স্বত্তাধিকারী আবদুর রব, চান্দ মিয়া আনারস বাগানের সুমন আহমদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মজুমদার, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, সমবায় কর্মকর্তা ছদরুল হক, লিটল স্টার স্কুল ফর স্পেশাল চাইল্ড বিদ্যালয়ের শিক্ষক শামিম আহমদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS