ঢাকা দক্ষিন বাজার
সিলেট থেকে বাস অথবা অটোরিক্সাযোগে গোলাপগঞ্জ চৌমুহনী এবং সেখান থেকে অটোরিক্সা যোগে ঢাকাদক্ষিন বাজার,বাজারের ৪০০ মিটারের মধ্যে পায়ে হেটে বা রিক্সা করে শ্রীচৈতন্য দেবের বাড়ী ও মন্দিরে যাওয়া যায়। সিলেট হতে চৌমুহনী পর্যন্ত বাসে, সিএনজি চালিত অটোরিক্সায় চৌমুহনী হতে ঢাকা দক্ষিণ বাজার পর্যন্ত বাসে বা সিএনজি চালিত অটোরিক্সায় যাওয়া যায়।
উপমহাদেশের বৈষ্ঞব ধর্মের মহান সাধক ও সংস্কারক শ্রী চৈতন্যের পৈতৃক বাড়ী গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিন ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে অবস্থিত ছিল। অষ্টাদশ শতকের মধ্যভাগে তৎকালীন সিলেটের দেওয়ান গোলাব রাম এর উদ্যোগে এখানে মন্দির নির্মিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের এক ঐতিহাসিক তীর্থস্থান হিসাবে প্রতিবৎসর এ মন্দিরে হাজার হাজার পর্যটক যাতায়াত করেন। প্রতি বাংলা বৎসরের চৈত্র মাসের প্রতি রবিবার শ্রী চৈতন্যের জন্ম তিথি উপলক্ষ্য এখানে মেলা ও ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস