ঘোগারকুল গ্রামের নামানুসারে ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টি ঘোগারকুল সড়কের উত্তরপ্রান্তে ও শাহ সৈয়দ নূর (রহঃ) মাজার সংলগ্নে অবস্থিত। নবনির্মিত তিন কক্ষ বিশিষ্ট পাকা ভবন সহ বিদ্যালয়ে মোট দু’টি ভবন রয়েছে। পুরাতন টিনশেড ভবনে চারটি কক্ষ রয়েছে। বিদ্যালয়ে সীমানা প্রাচীর, প্রশস্ত খেলার মাঠ, টিউবওয়েল ও আধুনিক টয়লেট রয়েছে। বিদ্যালয়ের চারদিকে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম।
অতীত ইতিহাস থেকে জানা যায় ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেসরকারি ভাবে প্রতিষ্ঠা পায় মরহুম সৈয়দ আবজার আলীর বাড়ি। সে সময় শিক্ষকতা করেন মরহুম সৈয়দ গজম্বর আলী। পরবর্তীতে বেসরকারীভাবে স্থানান্তরিত হয়ে ঘোগারকুল মাঝপাড়া ইন্দ্রবাড়ি নামক স্থানে অবস্থান হয়। এ সময় শিকক্ষতা করেন প্রয়াত বাবু গলক নাথ।
তখনকার সময়ে জমিদারি প্রথার কারণে জমিদার মরহুম আব্দুল খালিক চৌধুরী ও মরহুম আব্দুল মালিক চৌধুরী স্কুলটি বেসরকারিভাবে স্থানান্তর করেন তাদের নিজ বাড়িতে প্রকাশিত বাগিচা বাড়ি নামক স্থানে। তখন বাগিচা বাড়ির নামানুসারে স্কুলটির নাম হয় বাগিচা স্কুল।
বাগিচা বাড়িতে পর্যাপ্ত ভূমি না থাকায় খাদিম বাড়ির দাতা মনির মিয়া ও মুহিবুর রহমান দুই দলিলে ৭৩ শতাংশ জমি দান করায় ১৯৭৫-৭৬ সনে বিদ্যালয়টি সরকারিভাবে উন্নয়ন হয়।
বিভিন্ন দাগে জমির পরিমান :- দাগ নং ২৯৪, জমির পরিমান- ১৩ শতক, দাগ নং- ২৮৯, জমির পরিমান- ২০ শতক, দাগ নং ২৮৭, জমির পরিমান- ৪০ শতক।
শিশু শ্রেণী- ২৮ জন,
১ম শ্রেণী- ৯৫ জন,
২য় শ্রেণী- ৮৫ জন,
৩য় শ্রেণী- ৯৬ জন,
৪র্থ শ্রেণী- ৮৪ জন,
৫ম শ্রেণী- ৪১ জন।
মোট : ৪২৯ জন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ কয়েছ আহমদ এর সরাসরি তত্ত্বাবধানে শিক্ষানুরাগী সৈয়দ মিছবাহ উদ্দিনসহ সকল সদস্যের সার্বিক সহযোগিতায় এবং শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্ঠায় শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
ঘোগারকুল সরকারি প্রাথমিক মেধাবী বৃত্তি প্রাপ্তের সংখ্যা নিম্নরূপ-
২০০২ সালে সাধারণ বৃত্তি - ১জন
২০০৩ সালে সাধারণ বৃত্তি - ২জন
২০০৪ সালে সাধারণ বৃত্তি - ১জন
২০০৫ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০০৬ সালে ট্যালেন্টপুল বৃত্তি- ১ ও সাধারণ বৃত্তি - ৪জন
২০০৭ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০০৮ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০০৯ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০১০ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০১১ সালে সাধারণ বৃত্তি - ৪জন
ঘোগারকুল সরকারি প্রাথমিক মেধাবী বৃত্তি প্রাপ্তের সংখ্যা নিম্নরূপ-
২০০২ সালে সাধারণ বৃত্তি - ১জন
২০০৩ সালে সাধারণ বৃত্তি - ২জন
২০০৪ সালে সাধারণ বৃত্তি - ১জন
২০০৫ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০০৬ সালে ট্যালেন্টপুল বৃত্তি- ১ ও সাধারণ বৃত্তি - ৪জন
২০০৭ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০০৮ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০০৯ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০১০ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০১১ সালে সাধারণ বৃত্তি - ৪জন
ঘোগারকুল সরকারি প্রাথমিক মেধাবী বৃত্তি প্রাপ্তের সংখ্যা নিম্নরূপ-
২০০২ সালে সাধারণ বৃত্তি - ১জন
২০০৩ সালে সাধারণ বৃত্তি - ২জন
২০০৪ সালে সাধারণ বৃত্তি - ১জন
২০০৫ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০০৬ সালে ট্যালেন্টপুল বৃত্তি- ১ ও সাধারণ বৃত্তি - ৪জন
২০০৭ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০০৮ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০০৯ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০১০ সালে সাধারণ বৃত্তি - ৪জন
২০১১ সালে সাধারণ বৃত্তি - ৪জন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ বিগত ১৭ ডিসেম্বর ২০১০ তারিখ বিদ্যালয়টি সফর করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে ২০১৩ সালের মধ্যে উহা নিম্ন মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ করে এলাকাবাসীর চাওয়া পাওয়া পূরণ করবেন। ইতোমধ্যে বিদ্যালয়ে ভৌত অবকাঠামোর উন্নয়ন হয়েছে। বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয়ে আত্মপ্রকাশ করানোর জন্য পরিচালনা কমিটি ও শিক্ষক মন্ডলী অক্লান্ত প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
প্রধান শিক্ষক
ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
গোলাপগঞ্জ, সিলেট
মোবাইল- প্রধান শিক্ষক ০১৭২৬৫৩৪৮৯০
ই-মইল- ghugarkulgps@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস