তিনি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পূর্বভাগ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯২৭ সালে তিনি আসামের মুসলমান প্রতিনিধি হিসাবে ভারতীয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য (এম.পি)মনোনীত হন। এম,এল,এ আসাম (১৯৩৭-৪৬) পূর্তমন্ত্রী (ফেব্রুয়ারী-আগস্ট)১৯৩৮, (১৯৪২-১৯৪৫)-অর্থমন্ত্রী। এছাড়া তিনি কিছুদিন ভারতীয় কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৪৬ সালে আসামের দরং থেকে এম,এল,এ নির্বাচিত হন।